Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
চারঘাট উপজেলা পরিষদ কমপ্লেক্স,রাজশাহী
বিস্তারিত

চারঘাট উপজেলা রাজশাহী শহর থেকে ৩২ কিঃমিঃ দুরে পদ্মা বড়ালের মিলন স্থলে অবস্থিত। বর্তমান চারঘাট নানা দিক দিয়ে এক কালের উন্নতর বাণিজ্য সোহান । এক সময় কলকাতা বন্দর হতে আর এস, এন, আই, জি, এন, এবং আর কোম্পানীর বড় বড় ষ্টীমার এই অঞ্চলের থানাঘাট, ঠাকুর বাড়ীর ঘাট, ষ্টীমার ঘাট ও বাবুলালের ঘাটে আসা যাওয়া করত। প্রচলিত আছে অতীতের এই চারটি ঘাটের সংগে বর্তমান চারঘাট নাম সম্পৃক্ত। চারঘাট হতে ১.৫ কিঃমিঃ দুরে সরদহ অবস্থিত। সেই সময়কার সরদহ জঙ্গলে পরিপূর্ণ ছিল এবং এই সব জঙ্গলে বন্য প্রাণী বিশেষ করে বাঘ ও অন্যান্য হিংস্রপ্রাণী বাস করত। জনবসতি গড়ে তোলার উদ্দেশ্যে এই বন্য প্রাণী হত্যার প্রয়োজনে রজন্য সরকার হতে বেশ কিছু বাঘ শিকারী নিযুক্ত করা হয়েছিল। এই সবকার সেরদহের তৎকালীন নাম ছিল’’শেরদহ’’ অর্থাৎ বাঘের গ্রাম। পরে শেরদহ হতে এই এলাকার নাম সরদহ হয়।