স্থানটি চাঘাট উপজেলা সদরে অবস্থিত। রাজশাহী শহর হতে সরাসরি বাসযোগে এখানে আসা যায়। বাস ভাড়া জন প্রতি প্রায় ৩০ টাকা-৪০ টাকা।
রাজশাহী জেলার ২২ কিলোমিটার পূর্বে অবস্থিত চারঘাট উপজেলা। এই উপজেলার বুক চিরে প্রবাহিত হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রধান নদী পদ্মা এবং পদ্মার শাখা নদী বড়াল। ১৯৮৪ সনে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চারঘাট বড়াল নদীর উৎসমুখে স্লুইস গেট নির্মাণ করে। বর্ষাকালে স্লুইচ গেটটি খুলে দিলে বড়াল নদী কানায় কানায় ভরে যায় এবং নদীর স্রোতেও পায় প্রখরতা। এই সময় বিভিন্ন দর্শনার্থীরা ভীড় করে থাকেন নদীর উভয় পাশের সৌন্দর্য উপভোগের জন্য।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS