Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Taken application for 15 days outsoursing training
Details

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে সর্ব সাধরণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ৩০মে ২০১৯ ইং তারিখের ৫৬.০৪.০০০০.০১০.২০.০০২.১৮-১০৪২ স্মারকের প্রেক্ষিতে জেলা প্রশাসন, রাজশাহী এর তত্ত্ববধানে েএবং  আইসিটি অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহী এর ব্যবস্থাপনায় জেলা পর্যায়ে ২০ জন প্রশিক্ষণার্থীর সমন্বয়ে ১৫ দিন ব্যাপী আউট সোসিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণের  অংশগ্রহণের জন্য নিম্নোক্ত শর্তাধীনে প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে:

শর্তাবলী:

১: শিক্ষাগত যোগ্যতা: সর্বনিম্ন এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

২:বেসিক আইসিটি, ইন্টারনেট ব্রাউজিং এবং বেসিক ফটোশপের দক্ষতা থাকতে হবে

৩:ফ্রিল্যান্সিং পেশা হিসাবে নিতে ইচ্ছুক

৪.প্রশিক্ষণার্থীর অবশ্যই ল্যাপটপ, মাল্টিপ্লাগ, মডেম ইত্যাদি থাকতে হবে

৫:আগামী ০৬/১১/২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে

৬:আবেদনপত্রটি  অফিস চলাকালীন সময় জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী এর আইসিটি শাখায়(কক্ষ নং ২২৫) জমা দিতে হবে।

৭:প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ শেষে সাটিফিকেট প্রদান করা হবে।

 

Publish Date
05/11/2019
Archieve Date
30/11/2019